News71.com
 Bangladesh
 24 Jun 16, 01:00 AM
 379           
 0
 24 Jun 16, 01:00 AM

১ জুলাই থেকে চালু হবে বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস ।।

১ জুলাই থেকে চালু হবে বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস ।।

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) স্পেশাল বাস সার্ভিস শুরু হবে ১ই জুলাই থেকে। ঈদের বিশেষ সার্ভিস চলবে ৯ই জুলাই পর্যন্ত। আজ সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে ।

এতে বলা হয়, ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আগামী ১ই থেকে ৯ই জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়াস্থ সিবিএস-২) থেকে ২৬শে জুন হতে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ।

তাছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে মোট ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইট (www.brtc.gov.bd) এ পাওয়া যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন