
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তের সাগর পাড়ের বাহারছড়া ইউনিয়নের অরণ্যঘেরা একটি মাদ্রাসায় একদল বিদেশি নাগরিকের রহস্যজনক আচরণে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই এলাকাটিতে অজ্ঞাতনামা বিদেশীদের আনাগোনা চলে আসছিল।
সর্বশেষ বুধবার সন্ধ্যায় একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে এসব বিদেশি নাগরিকের দলটি গোপনে সেখানে পৌঁছান। পুলিশ খবর পেয়ে বিদেশিদের সন্ধানে বের হন। এক পর্যায়ে সীমান্তের ওই অরণ্যঘেরা এলাকায় বুধবার সন্ধ্যায় পুলিশের ধাওয়া খেয়ে বিদেশী নাগরিকের দলটি আশ্রয় নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মওলানা মোহাম্মদ আজিজের ঘরে।
পুলিশের সন্দেহ, বিদেশিরা টেকনাফ থেকে উখিয়ার কোন স্থানে আত্বগোপন করে থাকতে পারেন। এসব বিদেশিরা প্রকৃতপক্ষে কোন দেশের নাগরিক সেটাও নিশ্চিত করা যায়নি। তবে কেও বলে তুরস্কের আবার কেউ বলে পাকিস্তানের নাগরিক তারা।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশের সাথে দেশ দুইটির সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সর্ম্পক নিয়ে যেখানে দৃশ্যমান টানাপোড়েন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে তাদের এরকম 'গোপন তত্পরতা' নিয়ে এলাকার লোকজন সন্দেহের চোখে দেখছেন। এমনকি কক্সবাজারের প্রশাসন, আইন প্রয়োগকারি সংস্থা এবং গোয়েন্দা সংস্থার অগোচরে এসব বিদেশি নাগরিকের সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় আনাগোনার বিষয়টি রিতীমত উদ্বেগের সৃষ্টি করেছে স্থানীয় সচেতন মহলেও ।
বিষয়টি নিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ সাখাওয়াত হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন-'টেকনাফ সীমান্তের এমন একটি এলাকায় এরকম বিদেশিদের সন্দেহজনক আনাগোনার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।'
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের জানান-'দেশি-বিদেশি এনজিওর ত্রাণ সামগ্রী বন্টনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু এরকম কোন অনুমতি নেই। তদুপরি সীমান্তে বিদেশি নাগরিকদের আনাগোনার বিষয়টি দেখার জন্য টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দ্দেশ দিয়েছি।'
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সফিউল ইসলাম এ বিষয়ে বলেছেন-'বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমাকে জানান-সেখানে কতিপয় বিদেশি গিয়েছিলেন তবে তারা পরে কোথায় নাকি চলে গেছেন তা তিনি (চেয়ারম্যান) জানেন না।'
টেকনাফ-উখিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আবদুল মালেক মিয়া জানান-'সীমান্তে বিদেশিদের কোন কারণে যাওয়া দরকার হলে আমরাই তাদের নিরাপত্তা দিয়ে থাকি। কিন্তু এরকম বিদেশিদের আসার ব্যাপারে আমাদের জানানো হয়নি। এ কারণেই পুলিশ খবর পেয়ে সেখানে অযিান চালিয়েছে।'
বিদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক রিপন কুমার দাশ বলেন-'বিদেশি নাগরিকের উপস্থিতি শুনে বুধবার সন্ধ্যায় আমি ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় পুলিশ দেখে স্থানীয়দের সাথে বিদেশিরাও দৌঁড়াতে থাকেন। এক পর্যায়ে বিদেশি নাগরিকরা চেয়ারম্যান বাড়িতে (মওলানা আজিজের বাড়ী) ঢুকে পড়েন।'
বুধবার রাতেই পুলিশের ধাওয়া খেয়ে বিদেশীরা চেয়ারম্যানের বাড়ি থেকে কোথায় গেছেন তা জানেন না তদনত্ম কেন্দ্রের কর্মকর্তারা। তবে তিনি সন্দেহ করছেন-এসব বিদেশিরা উখিয়ার কোন রোহিঙ্গা শিবির বা অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারেন। খোঁজ-খবর নিয়ে জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অরণ্যঘেরা এলাকায় 'আনাছ বিন মালেক' নামের একটি মাদ্রাসা রয়েছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হচ্ছেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মওলানা মোহাম্মদ আজিজ। টেকনাফ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীর অবস্থান হচ্ছে বাহারছড়া ইউনিয়নে। রোহিঙ্গা জঙ্গী সংগটন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) নিয়ে দীর্ঘদিন ধরেই উক্ত মাদ্রাসা কেন্দ্রিক জঙ্গী কর্মকাণ্ড চলে আসছিল বলে অভিযোগ রয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দলীয় এমপি অধ্যাপক মোহাম্মদ আলী গতকাল কালের কণ্ঠকে জানান-'দেশের চলমান এমন পরিস্থিতিতে সীমান্তের গহীন অরণ্য এলাকায় এসব বিদেশিদের আনাগোনা অত্যন্ত উদ্বেগজনক।
বিদেশিরা প্রকাশ্যে দিনের বেলায় না এসে এরকম রাতের বেলায় জঙ্গি কর্মকাণ্ড সম্পৃক্ত মাদ্রাসায় কি কাজটি পরিচালনা করছেন সেসব গুরুত্বের সাথে তদন্ত করা প্রয়োজন।' সাবেক এমপি বলেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বাহারছড়া এলাকায় যেসব স্থানীয় দলীয় নেতা-কর্মী এরকম গোপন কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপও নেয়া দরকার। গত কয়েকদিন ধরেই এলাকায় বিদেশি নাগরিকদের আনাগোনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।