
নিউজ ডেস্ক: র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা বলেন, চাক্তাই নয়া মসজিদ এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পঁচা খাবার পরিবেশন করায় ‘হোসেন ফুড অ্যান্ড কো.’ এর মালিক সুরুজ পালকে আট লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান নেতৃত্ব দেন। এ সময় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও বিএসটিআই’র মাঠ কর্মকর্তা দিপংকর কুমার সঙ্গে ছিলেন।
এছাড়া চাক্তাই এর মহসিন আউলিয়া ওয়েল মিলে তেলে ভেজাল রং মেশানোর অপরাধে মালিক রুবেল ও নয়নকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই অপরাধে শফি অয়েল মিলের মালিক মো. করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুসারে এসব জরিমানা করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা আমিরুল্লা।