
নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বান্দিমারার-খাতরার মাঝখানে কচমচ এলাকায় একটি ট্রাককে বেরিকেড দিয়ে ট্রাক বোঝাই চিনি ছিনতাই করে করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এসময় ট্রাকের চালক রজ্জব আলী ও সহকারী সাগরকে তারা হাত-পা ও মুখ বেধে ত্রিপল দিয়ে পেঁচিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এর আগেও সাড়ে তিনশত বস্তা চোরাই চিনি উদ্ধার করা হলেও মামলা হয়নি। আসামিকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ।
ট্রাকের চালক রজ্জব আলী জানায়, মেঘনা ঘাট থেকে ফ্রেস কোম্পানির ৩২০ বস্তা চিনি (১৬টন) একটি ট্রাকে (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-১১-০৩০৯) বোঝাই করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন। চিনির মালিক মানিকগঞ্জের আবু সালেহ। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে চিনি বোঝাই ট্রাকটি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটার পশ্চিম পাশে কচমচ এলাকায় সড়ক বিভাজনের কাছে পৌঁছলে একটি কালো রঙের পিকআপ দিয়ে বেরিকেড দেয় এক দল দুর্বৃত্ত।
পরে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা তাদের জিম্মি করে মারপিট করার পর হাত-পা ও মুখ বেধে একটি ত্রিপল দিয়ে পেঁচিয়ে ঢাকার দিকে নিয়ে যায়। ট্রাকের মালিক আলমগীর হোসেন জানান,ঢাকার এক দারোগার মারফত জানতে পারেন তার ট্রাকের চালক ও সহযোগী খিলক্ষেত এলাকায় আছেন।
ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মালামাল ও ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, গত ১০ মে উপজেলার যাদবপুর ইউনিয়নের গুমগ্রাম বাজারে অভিযান চালিয়ে আওলাদ হোসেন ও তার ভাই কোরবান আলীর দোকান থেকে প্রায় সাড়ে তিনশত বস্তা চোরাই চিনি উদ্ধার করে পুলিশ। ওই চিনি আকিজ ফুড এন্ড বেভারেজে নিয়ে আসছিল এক ব্যবসায়ী।
তা পথিমধ্যে ছিনতাই হয়ে যায়। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। মামলা না হলেও কয়েকদিন পর আওলাদকে আটক করে এস আই সেকেন্দার আলী থানায় নিয়ে আসেন। পরদিন মোটা অঙ্কের বিনিময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এস আই সেকেন্দার আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলীর অনুরোধে আওলাদকে ছেড়ে দেওয়া হয়েছিল।