News71.com
 Bangladesh
 24 Jun 16, 12:24 AM
 430           
 0
 24 Jun 16, 12:24 AM

কুমিল্লার তনু হত্যা : মৃতার মায়ের অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

কুমিল্লার তনু হত্যা : মৃতার মায়ের অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

নিউজ ডেস্ক: নিহত কলেজছাত্রী সোহাগী জাহান তনুর পরিবারকে নজরবন্দি করে রাখা এবং তার বাবাকে গাড়িচাপা দেওয়ার যে অভিযোগ তার মা করেছেন, তা ভিত্তিহীন বলে নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

তনুর মায়ের অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অসংলগ্ন দাবি করে আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার অবকাশ রয়ে যাচ্ছে। ইয়ার হোসেনের পরিবার সেনানিবাসের অভ্যন্তরে অন্য সবার মতোই থাকছেন জানিয়ে বলা হয়, তাদের স্বাধীন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়নি।


ইয়ার হোসেন অন্য কর্মচারীদের মতোই নিরাপত্তা পাচ্ছেন জানিয়ে বলা হয়, তাকে বাস বা মোটর সাইকেল চাপা দিয়ে হত্যা প্রচেষ্টা সম্পূর্ণ একটি ধারণাপ্রসূত ব্যাপার, যে ব্যাপারে তনুর পরিবার কাউকেই এ পর্যন্ত কোনো কিছু অবগত করেনি।


এই ব্যাপারে ইয়ার হোসেনকে তার উপরস্থ কর্মকর্তা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও), যিনি বেসামরিক প্রশাসন হতে প্রেষণে নিয়োজিত একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, জিজ্ঞাসাবাদ করলে তিনি নির্ভরযোগ্য কোনো তথ্য প্রদানে ব্যর্থ হন।


তনু হত্যাকাণ্ডের আলোচিত এই ঘটনা তদন্তে সহযোগিতার পাশাপাশি তনুর পরিবারকে সব ধরনের সহযোগিতা দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে আবারও আশ্বাস দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।


বাংলাদেশ সেনাবাহিনী এ তদন্তে পূর্ণাঙ্গ ও আন্তরিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। সকল দেশবাসীর মতো দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীও চায় প্রকৃত হত্যাকারীরা দ্রুত শনাক্ত হোক এবং তাদের গ্রেপ্তারের মাধ্যমে যথাযথ বিচারের সম্মুখীন করা হোক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন