News71.com
 Bangladesh
 23 Jun 16, 09:55 PM
 2977           
 0
 23 Jun 16, 09:55 PM

ডুমুরিয়ায় আওয়ামিলীগের বিরোধ প্রকাশ্যে : প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান দুইভাগে

ডুমুরিয়ায় আওয়ামিলীগের বিরোধ প্রকাশ্যে : প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান দুইভাগে

নিউজ ডেস্ক : ডুমুরিয়া উপজেলার ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্য রূপ ধারন করেছে। দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও বিরোধ থাকলেও ইতিপুর্বে তা রাজপথে গডায়নি । তবে সদ্য সমাপ্ত ইউনিয়নপরিষদ নির্বাচনের পর এই বিরোধ এখন প্রকাশ্য রুপ নিয়েছে । আর তারই বহিপ্রকাশ ঘটেছে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে।

নির্বাচনের দলীয় প্রার্থীদের বিপক্ষে উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সহ তার কয়েকজন ঘনিষ্ট প্রভাবশালী নেতা অবস্থান নেয়ায় শোভনা ও শরাফপুরে নৌকা মার্কার নিয়ে দলীয় মনোনীতপ্রার্থী পরাজিত হন। এমনকি সেই বিরোধর জের ধরে উপজেলা আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গণি নির্বাচনে পরাজিত হন।

ফলে নির্বাচন পরবর্তী তুমুল সংঘর্ষ বেঁধে যায়। উপজেলার শরাফপুর ও শোভনা ইউনিয়নে নৌকায় ভোট দেয়ার অপরাধে আওয়ামিলীগের নেতা কর্মীরা মার খান প্রতিমন্ত্রী সমর্থিত বিএনপি-জামাত ও তাদের মদদ পুষট সন্ত্রাসীদের হাতে । এই হামলায় দুটি ইউনিয়নের অসিত বৈদ্যসহ বেশ কয়েকজন নেতাকর্মী পঙ্গুত্ব বরন করেছেন। অনেকে এখনও গ্রামছাডা। নৌকায় ভোট দিয়ে শরাফপুরের আকডা গ্রামের সুদীপ্ত সহ বেশ কয়েকটি পরিবার নৌকার নির্বাচন করে পালিয়ে ভারতে চলেগেছ । এরপর দলীয় নেতাদের চরিত্রহরণ করে সংবাদ সম্মেলন ও পাল্টা সম্মেলনও অনুষ্ঠিত হয়। এক পক্ষ অপরপক্ষকে বিষোদগার করে নানান কথা জনসমক্ষে নিয়ে আসে। তবে সর্বশেষ আজ বিরোধটি প্রকাশ্য রুপনিয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকেঘিরে।

আজ বৃহস্পতিবার ডুমুরিয়ায় উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এর একটি পক্ষে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও অপর অনুষ্ঠানটি হযেছে উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদের আয়োজনে।

জানাযায়, গত কয়েকদিন আগে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান করা লক্ষ্যে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাসভবনে দলের কয়েকজন সাবেক জেষ্ঠ্য নেতাদের ডাকাহয়। সভায় উপজেলা সভাপতি উপস্থিত নেতাদেরকে জানান, ইফতার মাহফিল আয়োজন করতে হবে। এজন্য উপজেলাসাধারণ সম্পাদককে ডেকেছিলাম সে তো আসেনি। তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনকে আহবায়কও সাবেক সহ- সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারকে সদস্য সচির করে প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়াহয়। সে লক্ষ্যে দাওয়াত পত্রও বিলি করা হয়। ওই অনুষ্ঠানে খুলনা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এমএম মোস্তফা রশিদী সুজাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। উপজেলা ক্যাম্পাসেরএ অনুষ্ঠান আয়োজন করা হলেও দলীয় কার্যালয়ে কোন কমৃসূচি ছিলনা। তাই সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ দলীয়কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আযোজন করেন। কিন্তু গতমঙ্গলবার দলীয় কার্যালয়ে সাবেক সভাপতি তালা লাগিয়েচাবি নিয়ে যান।

তাছাড়া আজ বুধবারউপজেলা প্রশাসন আযোজিত এক অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যলয়ে সকালেপ্রতিষ্ঠা বার্ষিকী পালনের ঘোষনা দেয়া হয়। এ ঘোষণার পরউপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ দলীয় কার্যালযে অনুষ্ঠান পরিবর্তন করে ডুমুরিয়া বাস ষ্ট্যান্ড চত্বরে পুনঃস্থান নির্ধারণ করেন।

এদিকে ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র্যালী ও পরে আলোচনা সভার আযোজন করে। ওই কর্মর্সূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওযামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীআব্দুলহাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলাআওয়ামী লীগের সিনিয়র সংগঠনিক সম্পাদক কামরুজজামান জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর,যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদারজাকির হোসেন, আওয়ামিলীগ নেতা আবু সাঈদ সরদার সৈয়দ,চেয়ারম্যান খান শাকুরউদ্দিন,সরদারআব্দুল গণি, অধ্যাপক কে এম হযরতআলী , অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, সাংবাদিক আব্দুল লতিফ, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নুরুল ইসলাম.কাজী আলমগীর হোসেন, আমজাদহোসেন ফকির,শেখ মাসুদরানা,জিল্লুর রহমান,ছাত্রলীগনেতা আশরাফুল আলম সেতু, শেখ লুৎফর রহমান,আলেয়া বেগম,প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন,অধ্যক্ষ নুরউদ্দিনআল মাসুদ।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তমপ্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মৎস্য ও প্রানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
এমপি ও তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সকাল৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয়ও দলীয় পতাকা উত্তোলন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বিকেলে উপজেলা চত্বরে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি। অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, জেলাসাংগাঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, জেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নো: আবু হানিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূনকবীর বুলু, চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, আওয়ামিলীগ থেকে বহিস্কৃত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।

উল্লেখ্য দলীয়শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্যোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কৃত ব্যক্তি দলীয় অনুষ্ঠানে মঞ্চে বসায় সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্ধতা দেখা দেয়। এ বিষয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাবেক সহ সভাপতি মো: শাহনেওযাজ হোসেন জোয়াদ্দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন ,সভাপতি মহোদয় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রতিষ্ঠা বার্ষিকী ও ই্ফতারমাহফিল বাস্তবায়নের জন্য দায়িত্ব দিযেছেন সে অনুযায়ী কাজ করছি। এর বাইরে কিছু বলতে পারবনা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকনুর উদ্দিন আল মাসুদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য কোন সভা না করা বা এর উদ্যোগ না দেখে আমি প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন, দলীয় কোন কাজে আমাকে সভাপতি মহোদয় কিছু জানাননা।

খুলনা জেলা আওয়ামীলীগের যগ্ম সাধারণ সম্পাদক গাজীআব্দুল হাদী বলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন মাসুদ জানিয়েছেন তাই অনুষ্ঠানে যোগ দিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলীয় প্রটোকল অনুযায়ি মোস্তফা কামাল খোকনও শাহনেওযাজহোসেন জোয়াদ্দার দলীয় কোন সভা বা অনুষ্ঠানের আয়োজন করার এখতিয়ার রাখেননা।

প্রসঙ্গতঃ দলীয় কোন্দলের কারনে ডুমুরিয়াতে আওয়ামিলীগের কোন সাংগঠনিক কর্মকান্ড পালিত হয়না । গত রোববার ১৪দল ঘোষিত কেন্দ্রেীয় কমৃসূচি সারাদেশে পালিত হলেও ডুমুরিয়ায় পালিত হয়নি। উল্লেখ্য ওইদিন ১৪ দল দেশব্যাপি জঙ্গীবাদ ও সন্ত্রাস ও সাম্প্রদায়িকতারবিরুদ্ধে মানববন্ধনও বিক্ষোভ র্কমসূচি গ্রহণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন