News71.com
 Bangladesh
 23 Jun 16, 08:56 PM
 402           
 0
 23 Jun 16, 08:56 PM

সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য ১ লাখ ৬৫ হাজার ১৭৭ শিক্ষার্থী আবেদন ।।

সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য ১ লাখ ৬৫ হাজার ১৭৭ শিক্ষার্থী আবেদন ।।

নিউজ ডেস্কঃ চলতি বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের ১১৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তিতে ১ লাখ ৬৫ হাজার ১৭৭ শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে ।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কারিগরি) সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬শে জুন দুপুর ২টায় ভর্তির ফল প্রকাশ করা হবে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় শিফটে মোট ৫৭ হাজার ৭৮০টি আসনের বিপরীতে এ আবেদনগুলো পড়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় ।

আবেদনের শেষ তারিখ ছিল গত ২০ই জুন। প্রথম শিফটে ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৯ হাজার ৭১৮টি এবং দ্বিতীয় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫ হাজার ৪৫৯টি। গত বছর ২ শিফটে আসন সংখ্যা ছিল ৩১ হাজার ৫৬০টি। এবার আসন বাড়ানো হয়েছে ২৬ হাজার ২২০টি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন