News71.com
 Bangladesh
 23 Jun 16, 08:55 PM
 406           
 0
 23 Jun 16, 08:55 PM

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ কিশোরীসহ ৫ জন নিহত ।।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ কিশোরীসহ ৫ জন নিহত ।।

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১ কিশোরীসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের তাজেমুল হকের মেয়ে বুলি খাতুন ও বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের জঞ্জাল আলীর ছেলে রফিক ।

অন্য ৩ জন হলেন মাদারীপুর থেকে তাবলিগ জামায়াতে আসা। তারা জমিনপুর বাজারে ইফতার সামগ্রী কেনার জন্য যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা জায়নি। আজ ইফতারের আগে সাড়ে ৬টার দিকে সামান্য বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে প্রত্যন্ত সীমান্তবর্তী জমিনপুরে ৪জন এবং দূর্লভপুরে ১জন মারা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন