
নিউজ ডেস্কঃ তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীর প্রত্যেকের ৩ দিন করে ছয়দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।এরা হলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহসভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
বুধবার রাজধানীর বনানী থানার ২০ নম্বর ওয়ার্ডের কমিশনারের কার্যালয়ের গলি থেকে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি ককটেল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) প্রেম দাস রায়।বনানী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা নাশকতার উদ্দেশ্যে ককটেল বহন করছিল। তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ওই বিষ্ফেরকদ্রব্য গুলোর উৎস ও এর সরববারহকারীদের সম্পর্কে তথ্য জেনে তাদের গ্রেপ্তার করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী আসামিদের ওই রিমান্ড মঞ্জুর করেন।