News71.com
 Bangladesh
 23 Jun 16, 08:50 PM
 456           
 0
 23 Jun 16, 08:50 PM

পরিত্যক্ত ঘরে মিলল তিন লাখ ইয়াবা

পরিত্যক্ত ঘরে মিলল তিন লাখ ইয়াবা

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আজ বেলা ২টার দিকে অভিযান চালিয়ে ৩ লক্ষ ইয়াবা বড়ি জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। ওই ঘরে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ৩ লক্ষ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কিন্তু ওই ঘরে কাউকে পাওয়া যায়নি। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন