
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নিয়ামতনগর বাজারে কম্পিউটারে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে রাসেল আকন্দ (২১) নামে এক ব্যবসায়ীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাদুল্যাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা গ্রামের মধু আকন্দ ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু রায়হান দোলন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।