News71.com
 Bangladesh
 23 Jun 16, 08:46 PM
 436           
 0
 23 Jun 16, 08:46 PM

শাড়ি-লুঙ্গি নয় যাকাতের অর্থে বেকারদের কর্মসংস্থান করাই উত্তম: মুফতি মো. শহীদুল্লাহ পাটোয়ারী

শাড়ি-লুঙ্গি নয় যাকাতের অর্থে বেকারদের কর্মসংস্থান করাই উত্তম: মুফতি মো. শহীদুল্লাহ পাটোয়ারী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোরআন ও হাদিছ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মো. শহীদুল্লাহ পাটোয়ারী বলেছেন , দু:স্থের নামে বিদেশ থেকে আসা টাকা সুস্থ লোকেরা বসে খায়।


অথচ ২০০০ টাকা ঋণের জন্য কৃষকের হাতে হাতকড়া পড়ে। তিনি বলেন, শাড়ি-লুঙ্গি নয় যাকাতের অর্থে বেকারদের কর্মসংস্থান করাই উত্তম।


বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'দারিদ্র বিমোচনে যাকায়াতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সভাপতির এবং লিখিত মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর ঐতিহাসিক বদর দিবস স্মরণে বাংলাদেশ কোরআন ও হাদিছ গবেষণা ফাউন্ডেশন এ সেমিনার আয়োজন করে।

 

শহীদুল্লাহ পাটোয়ারী বলেন, আর শাড়ি-লুঙ্গি নয় যাকাতের অর্থে বেকারদের কর্মসংস্থান করাই উত্তম। সঠিকভাবে মসজিদ ভিত্তিক ও মসজিদ কমিটির যোগ্য নেতৃত্বের মাধ্যমে যাকাতের টাকা আদায় এবং সুচিন্তিতভাবে প্রকৃত গরীবদের মধ্যে কাজের সংস্থানের উদ্দেশ্যে বিলি বণ্টন করা দরকার।

 

সেমিনারে বক্তব্য দেন রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা ফকরুল ইসলাম, সুর্যোদয় গ্রুপের প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক প্রমুখ। সেমিনার উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন