
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহম্মদ জীনাত আলীর (জীনাত ইমতিয়াজ আলী) চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে সরকার।
মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গত ৩১ মে থেকে জীনাত আলীর মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক জীনাত আলী প্রথম ২০১১ সালের ১১ এপ্রিল দু’বছরের জন্য মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ পান।
এরপর ২০১৩ সালের ২২ এপ্রিল, ২০১৪ সালের ২৬ মে ও ২০১৫ সালের ১০ জুন তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।