News71.com
 Bangladesh
 23 Jun 16, 08:41 PM
 424           
 0
 23 Jun 16, 08:41 PM

কুমিল্লার মেঘনায় পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে গুম

কুমিল্লার মেঘনায় পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে গুম

নিউজ ডেস্কঃ কুমিল্লার মেঘনায় পারিবারিক কলহের জের ধরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকের ভিতর লুকিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে মেঘনা থানা পুলিশ সেপটিক ট্যাংকের ভেতর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে।নিহত গৃহবধূ মুক্তা আক্তার (২০) মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী কাচারীকান্দি গ্রামে ডুবাই প্রবাসী মহসিন মিয়া স্ত্রী।

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে একই উপজেলার হরিপুর গ্রামের মোসলেউদ্দিনের মেয়ের সাথে তুলাতলী কাচারীকান্দি গ্রামের প্রবাসী মহসিন মিয়ার(৩০) এর সাথে মুক্তার আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যাওয়ার পর শাশুড়ী সেলিনা আক্তার ও দেবর ওয়াসিম(২৫) প্রায় শারিরীক এবং মানসিক ভাবে নির্যাতন করতেন। তাকে নির্যাতানের বিষয়টি মুক্তা তার স্বামী ও মাকে জানাতেন।

গত মঙ্গলবার রাতে মুক্তার শাশুড়ী ও দেবর ওয়াসিমের ঝগড়া হয় এবয় তাকে মারধর করে। বুধবার মুক্তার দেবর ওয়াসিম মিয়া থানায় অভিযোগ করে যে তার ভাবী নগদ টাকা ও স্বর্ণালংকা নিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। এ খবর মুক্তার বাবার বাড়ির লোকজনকে জানায়। বিষয়টি জানার পর মুক্তার মা আমেনা অন্য সদস্যরা মেয়ের শশুড় বাড়ি আসেন। তারা মুক্তার শশুড় বাড়ির লোকজনের ঝগড়া এবং তার মারধর বিষয়টি জানতে পান। পরে বাড়ির আসে পাশে ডুবায় এবং সেপটিক ট্যাংকের ডাকনা মাটি দিয়ে লেপা দেখে সন্দেহ হয়। তারা ট্যাংকের খুলে দেখে মুক্তাকে হত্যা করে ময়লা টেংকিং ভিতর ফেলা রাখা হয়েছে।

বিষয়টি মেঘনা থানা পুলিশ খবর পেয়ে সেপটিক টেংকি গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মুক্তার মা আমেনা বেগম এর সাথে আলাপকালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, দর্জাল শাশুড়ী ও দেবর ওয়াসিম আমার মেয়েকে প্রায় নির্যাতন করত।

আমার মেয়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাসি চাই। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শিকদার বলেন, গতকাল মুক্তার দেবর থানায় একটি অভিযোগ করেছে।

আজ সেপটিক ট্যাংকের ভিতর থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছি। তবে পুলিশ যাওয়ার খবর পেয়ে শাশুড়ী ও দেবর ওয়াসিম এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। এব্যাপরে মুক্তা আক্তারের মা আমেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলার প্রন্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন