News71.com
 Bangladesh
 23 Jun 16, 07:16 PM
 561           
 0
 23 Jun 16, 07:16 PM

১১ বাংলাদেশী কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

১১ বাংলাদেশী কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর ১১ বাংলাদেশী কিশোরীকে বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিজিবির বেনাপোল চেকপোষ্ট ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, দেশে ফেরত আসা ১১ বাংলাদেশি কিশোরী ৩ বছর আগে কাজের সন্ধানে বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়।

সেখানে কলকাতার মেদেনীপুর এলাকায় অবস্থান করার সময় সে দেশের পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। ভারতের আদালত তাদের আড়াই বছর করে সাজা দেয়।

সাজার মেয়াদ শেষে সেখান থেকে কলকাতার লিলুফা শেল্টার হোম তাদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ “রিপেট্রিয়েশন” এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ফেরত আসা ১১ কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে যশোর মহিলা আইনজীবি সমিতি তাদেরকে গ্রহন করে তাদের শেল্টার হোমে নিয়ে যান নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন