News71.com
 Bangladesh
 23 Jun 16, 07:14 PM
 491           
 0
 23 Jun 16, 07:14 PM

নওগাঁর মান্দা উপজেলায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে গণডাকাতি

নওগাঁর মান্দা উপজেলায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে গণডাকাতি

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে গণডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির ওই ঘটনা ঘটে।

ডাকাতদের মারপিটে এবি সিদ্দিক (৩৫) নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। আহত এবি সিদ্দিককে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা গ্রামের মছির উদ্দিন সরদারের ছেলে। এসময় ধাওয়া দিয়ে রুবেল হাসান (২২) নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক রুবেল উপজেলার হাজী গোবিন্দপুর কারিগরপাড়ার জিল্লুর রহমানের ছেলে।

আহত সেনাসদস্য এবি সিদ্দিক জানান, যশোর সেনানিবাস থেকে ছুটি নিয়ে মঙ্গলবার ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাজশাহী ষ্টেশনে নেমে সিএনজি অটোরিক্সায় আরও তিন যাত্রীর সঙ্গে বাড়ি আসার পথে কুসুম্বা মোড়ের অদুরে ডাকাতের কবলে পড়েন। ডাকাতদল অটোরিক্সার সামনের গ্লাস ভেঙ্গে তাদের মারপিট শুরু করে। এক পর্যায়ে তার কাছে থাকা প্রায় ৬ হাজার টাকা কেড়ে নেয় ও ব্যবহৃত মোবাইল ফোনটি পাকা রাস্তায় ফেলে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ডাকাতরা সিএনজির অপরযাত্রী নিলুফা বিবির সোনার গহনা লুট করে।

তিনি আরো জানান ডাকাতদল ৩০-৩৫ মিনিট ধরে মহাসড়কে এভাবে তান্ডব ও লুটপাট চালায়। এসময় ৫-৬টি মাইক্রোবাস ও কয়েকটি ট্রাক ভাঙ্চুর করা হয়। ডাকাত আতঙ্কে রাস্তার উভয়পাশে অন্তত ৩০/৩৫টি ট্রাক ও ১০/১২টি মাইক্রোবাস আটকা পড়ে।

স্থানীয়রা জানান, যাত্রীদের চিৎকারে গ্রামবাসী ধাওয়া দিয়ে রুবেল হাসান নামের এক ডাকাত সদস্য আটক করে। ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল জানান ইতোপূর্বে একই এলাকায় আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান আটক রুবেল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন