
নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজী উপজেলায় মঙ্গলকান্দি ইউনিয়নের শারিরীক প্রতিবন্ধি এক শিশুকে (৮) ধর্ষনের ঘটনায় একই বাড়ীর পরিমল দাসের ছেলে জ্ঞান দাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে পশ্চিম মির্জাপুর গ্রামের জেলে পাড়ায় নিজ ঘরে শিশুটি ধর্ষনের শিকার হয়েছে বলে জানান তার দাদি। ওইসময় ঘরে কেউ ছিলনা। জ্ঞান তাকে একা পেয়ে ধর্ষণ করে। গুরুতর আহত শিশুটিকে রাতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরোয়ার জাহান জানান, শিশুটি ধর্ষনের শিকার হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জ্ঞান দাসকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, ধর্ষনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।