
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : ঐতিহ্যে ভরা উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আ’লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহীদ এম,এ গফুর মিলনায়তনের সামনে উপজেলা আ’লীগের উদ্যোগে জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলার সদস্য উপজেলা সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামিলীগ খুলনা জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শহিদ উল্লাহ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, শেখ রেজাউল করিম, আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, নজরুল ইসলাম, এস,এম, রেজাউল হক, শেখ কামরুল হাসান টিপু, জি,এম, ইকরামুল হক, ইকবাল হোসেন খোকন, শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, আজিজুল ইসলাম, মহিলা আ’লীগনেত্রী মাসুমা বেগম, এ্যাডঃ সেলিনা পারভীন, কুদ্দুস সানা, পঞ্চানন সানা, হেমেশ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, মোজাফফর আহমেদ, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ইউনুছ মোড়ল, জয়দ্রথ বাছাড়, জহুরুল সানা, শাহিন সানা, আইভী, শফিকুল ইসলাম, জাকির প্রমুখ।
অপরদিকে বিকেলে পৌরসভার রাজনৈতিক কার্যালয়ে প্রবীন আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য জাকির হোসেন লিটনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাবেক গদাইপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী। বক্তব্য রাখেন, রতন ভদ্র, ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, বিজন বিহারী সরকার, আনিছুর রহমান মুক্ত, এস,এম, সামছুর রহমান, শহিদ হোসেন বাবুল, শেখ আবু সাত্তার, শেখ মাসুদুর রহমান, আফছার মোল্লা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, কেষ্টপদ মন্ডল, নরেশ মন্ডল, রাজু হোসেন প্রমুখ।