
নিউজ ডেস্কঃ ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসী। মাঠ বাঁচাও, পরিবেশ বাঁচাও, আমরা খেলতে চাই, সুস্থ বিনোদনের সুযোগ চাই-সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী স্থানীয় খেলোয়াড় ও এলাকার লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু, মাঠ বাঁচাও কমিটির আহ্বায়ক কেফায়েত উল্লাহ তুহিন, রোকন উদ্দিন মিলন, জামশেদ পারভেজ ও ফরিদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন- কিছু অসাধু ও কুচক্রী মহল সাইক্লোন সেন্টার নির্মাণের নামে ওই মাঠকে দখল করতে পাঁয়তারা চালাচ্ছে।
বর্তমান সরকার আগামী প্রজন্মকে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়ে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টিতে কাজ করছে। কিন্তু জিএমহাট প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আর্থিক সুবিধা নিতে নগ্ন হস্তক্ষেপে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে এ তৎপরতা চালাচ্ছে। তারা বলেন- খেলার মাঠ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
জিএমহাট প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দিলদার হোসেন স্বপন বলেন, বিদ্যালয়ের মাঠ রেখেই সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। সূত্র জানায়, প্রায় একশত বছরের পুরনো ফুলগাজী উপজেলার জিএমহাট উচ্চ বিদ্যালয়ের ওই খেলার মাঠ। ওই মাঠে আন্তঃস্কুল প্রতিযোগিতাসহ দেশীয় বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে।
এছাড়া প্রতিদিন বিকেলে আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে থাকে।