News71.com
 Bangladesh
 23 Jun 16, 05:57 PM
 478           
 0
 23 Jun 16, 05:57 PM

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল বারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল করিম (৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও আলাউদ্দীন আনুর ছেলে মো. কাওসার (৩৪)।

সরকারি কৌশুলী (পিপি) জবদুল হক জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আম বাগানে ২০০ গ্রাম হেরোইনসহ আসামিরা র‌্যাব-৫ এর হাতে আটক হয়।

পরে র‌্যাবের এসআই খুরশেদ আলম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯এর ক ধারায় মামলা করেন। এরপর ২৩ ফেব্রুয়ারি ২০১১ সালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরো দুবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদলত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন