News71.com
 Bangladesh
 23 Jun 16, 05:54 PM
 469           
 0
 23 Jun 16, 05:54 PM

চালু হচ্ছে খুলনা-মংলা পথে রেললাইনের কাজ।।

চালু হচ্ছে খুলনা-মংলা পথে রেললাইনের কাজ।।

নিউজ ডেস্কঃ খুলনা-মংলা রেললাইন, খুলনা অর্থনৈতিক জোন ও বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন ভারতীয় বিদেশ (এক্সটারনাল) মন্ত্রণালয় ও ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমায় খুলনা-মংলা রেল লাইন প্রকল্প ও খুলনা অর্থনৈতিক জোন পরিদর্শন করেন আট সদস্যের প্রতিনিধি দলটি। এসময় ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিত ভেনায়েক গুপ্ত, উপ-সচিব প্রেম কে নীর, আন্ডার সেক্রেটারি ভিপুল কুমার মিশরী এবং ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি বরুন শর্মা, অজয় রানা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বলেন, ১০৭৬ কোটি টাকা ব্যয়ে রূপসা নদীর উপর রেল সেতু ও সংযোগ রেললাইন নির্মিত হচ্ছে। মূল সেতু হবে ৭১৬ দশমিক ৮ মিটার, যা সংযোগ রেললাইনসহ দৈর্ঘ্য ৫ দশমিক ১৩ কিলোমিটার। বাংলাদেশ ও ভারত সরকারের অর্থায়নে খুলনা-মংলা রেলপথ প্রকল্পে ফুলতলা থেকে মংলা পর্যন্ত ৮টি স্টেশন হবে। এগুলো হচ্ছে-ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি, ভাগা, দিগরাজ ও মংলা। এছাড়া খুলনার জলমা, বাগেরহাট ও মংলায় ভারতীয় অর্থায়নে তিনটি অর্থনৈতিক জোন নির্মানের প্রস্তাব রয়েছে।

ভারতীয় প্রতিনিধি দল কয়েকটি অর্থনৈতিক জোন পরিদর্শন করেছেন। খুলনায় রেল ও অর্থনৈতিক জোন প্রকল্প পরিদর্শনকালে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিত ভেনায়েক গুপ্ত বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিষয়ক সহযোগিতার অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় এ অঞ্চলে অর্থনৈতিক জোনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়। সেগুলো বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা হয়েছে।

উল্লেখ্য, বাগেরহাটের রামপাল উপজেলায় ১৮শ’ একর জমির ওপর ভারত-বাংলাদেশের যৌথ অর্থায়নে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে। তবে এ প্রকল্পে সুন্দরবনের পরিবেশ বিপর্যয় ঘটবে বলে তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন করে আসছে। এ বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিত ভেনায়েক গুপ্ত বলেন, গত কয়েকবছরে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। তারপরও তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ সরকার অবশ্যই পরিবেশ বিপর্যয়ের সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন