
নিউজ ডেস্কঃ দিনের পর দিন অত্যাচার,মারধর আর অপমান সহ্য করতে না পেরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। মাদকাসক্ত সেই ছেলের নাম মোঃ মোকলেছুর রহমান হিরা (৩৫)। তার পিতার নাম বাদশা মিয়া। সে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের হাউলি গ্রামের বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন জানান, মাদকাসক্ত মোকলেছুর রহমান হিরার মা আমেনা বেগম গতকাল বৃহস্পতিবার সকালে থানায় এসে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
পারে তার অভিযোগের ভিত্তিত্বে হিরাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভুমি (কেরানীগঞ্জ মডেল) এর আদালতে নিয়ে গেলে তাকে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয় ।
হিরার মা আমেনা বেগম বলেন, হিরা প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। কোন কাজ করে না। ওর বিরুদ্ধে প্রতিদিন বিচার শালিস বাড়িতে আসতে থাকে। আবার নেশার টাকা আমার কাছে চেয়ে না পেলে আমাকে মারধর ও বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। ছেলের এ রকম কান্ড কারখানার জন্য ছেলেকে বিয়ে করিয়েছিলাম। যাতে ছেলে বউ পেয়ে ভাল হয়ে যায়। কিন্ত হয়েছে হিতে বিপোরিত। ছেলের কান্ডকারখানা দেখে ছেলে বউ তাকে ফেলে চলে গেছে। ছেলের হাতে মারধর খেয়ে সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ দেই।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভুমি(কেরানীগঞ্জ মডেল) শামিম বানু শান্তি জানান, বৃদ্ধ মায়ের অভিযোগ নেশাগ্রস্থ ছেলে নেশা করে মাকে মারধর ও ভাংচুর করার অপরাধে হিরাকে ছয় মাসের সাজা প্রদান করে জেলা হাজতে পাঠানো হয়েছে।