News71.com
 Bangladesh
 23 Jun 16, 03:41 PM
 455           
 0
 23 Jun 16, 03:41 PM

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ প্রায় ২ শতাংশ বেশি।। অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ প্রায় ২ শতাংশ বেশি।।  অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত¯সাময়িক হিসাব অনুযায়ী ১,১৯,৩৩৮ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১,১৭,১২১ কোটি টাকা। সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ ২,২১৭ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২ শতাংশ বেশি হয়েছে।

সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কাস্টমস, ভ্যাট ও আয়কর খাতে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১,৫০,০০০ কোটি টাকা। চলতি বছরের মে পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী আদায়ের লক্ষ্যমাত্রা ১,২৯,৯০২ কোটি ৩৯ লাখ টাকা।

মুহিত বলেন, এ সময়ে আদায় হয়েছে ১,৩২,৯৫৪ কোটি ২১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩,০৫২ কোটি টাকা বেশি। বছর শেষে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১,৫০,০০০ কোটি টাকা অতিক্রম করবে ।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মে পর্যন্ত আদায়ের পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের আদায়ের তুলনায় ১৬,৫১২ কোটি ৬৫ লাখ টাকা বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন