News71.com
 Bangladesh
 23 Jun 16, 03:25 PM
 395           
 0
 23 Jun 16, 03:25 PM

রাজধানিতে ছিনতাই বন্ধে প্রয়োজনে গুলির নির্দেশ।। ডিএমপি কমিশনার

রাজধানিতে ছিনতাই বন্ধে প্রয়োজনে গুলির নির্দেশ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ রাজধানীতে ছিনতাই বন্ধে প্রয়োজনে গুলির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন রাস্তায় সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ছিনতাইরোধে তারা কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি ট্রাফিক আইন সচেতনতামূলক একটি ভিডিও সিডির মোড়ক উন্মোচন করেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী এই সময় যাতে ছিনতাই রোধ এবং পেশাদার চাঁদাবাজরা যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য কাজ করে আসছে। বিগত দুই মাসে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

অথচ পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করছে। এ কাজ করতে গিয়ে আইনি কাঠামোর মধ্যে পুলিশ প্রয়োজনে গুলি করবে। সেক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।পরে আছাদুজ্জামান মিয়া গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে পরিবহন সংশিষ্ট এবং স্ট্যান্ডের লোকজনের সঙ্গে কথা বলেন।

একই সঙ্গে অপরাধ রোধে পুলিশ সার্বক্ষণিক আছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। এছাড়া ট্রাফিক সচেতনতামূলক সাড়ে ১৮ মিনিটের ভিডিও চিত্রটি জনসচেতনতা সৃষ্টির জন্য যেন প্রতিটি বাসে বিশেষ করে নাইটকোচগুলোতে প্রচার করা হয় তার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ছিনতাই ও মলমপার্টির দৌরাত্ম রোধে দুই মাস আগে থেকেই উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এরমধ্যে বিশেষ মলম পার্টি ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালানো হয়েছে এবং অসংখ্য ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যদের আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন