
নিউজ ডেস্কঃ ৮ বছর আগে গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী মো. ফিরোজ জামান সোহেল হত্যা মামলার ৫ জনকে মৃত্যদণ্ড দিযেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।
আজ দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২ আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। বাকি ৩ আসামি পলাতক রয়েছেন ।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম , আব্দুর রউফের ৩ ছেলে সজল , মো. তিথি ও বাপ্পি এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল। এদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছে ।
গাজীপুর আদালতের এপিপি আতাউর রহমান জানান, ২০০৮ সালে ৯ই মার্চ পূর্বশত্রুতার জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে হত্যা করে। পরে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভান্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন ।