News71.com
 Bangladesh
 23 Jun 16, 03:17 PM
 415           
 0
 23 Jun 16, 03:17 PM

চাঁপাইনবাবগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ আটক ৩

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটককৃত ব্যক্তিরা হলেন, জেলা সদর উপজেলার মহারাজপুর টিকরা এলাকার শেখ সাদী (২৭), শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের ইসমাইল হোসেন (৩১) এবং মহারাজপুর মাছানিয়াপাড়া এলাকার বাক্কার (২৪)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মহারাজপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ আসামিদের আটক করা হয়। এ সময় দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয় তাদের কাছে থেকে।

র‍্যাব আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন