News71.com
 Bangladesh
 23 Jun 16, 03:13 PM
 445           
 0
 23 Jun 16, 03:13 PM

বাংলাদেশকে উন্নতির শিখরে নেবে আওয়ামিলীগ....

বাংলাদেশকে উন্নতির শিখরে নেবে আওয়ামিলীগ....

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ যেভাবে দেশকে সুরক্ষিত করেছে, একইভাবে জনগণের সহযোগিতায় দলটি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সকালের অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের ৬৭ বছরের যে ইতিহাস—একদিকে যেমন সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস এবং একটি দেশকে স্বাধীন করা ও একটি স্বাধীন দেশকে একটি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস।’

ওই সময় দেশবাসীর সহযোগিতা কামনা করে দলটির সভাপতি বলেন, ‘সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আওয়ামী লীগ যেমন দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছে, সুরক্ষিত করেছে এবং আর্থসামাজিক উন্নয়নের পেছনে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেভাবে এগিয়ে নিয়ে জাতির পিতার সোনার বাংলা করতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন