News71.com
 Bangladesh
 23 Jun 16, 03:12 PM
 428           
 0
 23 Jun 16, 03:12 PM

গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের স্বেচ্ছাচারী মানসিকতা' ।। বিএনপি নেতা রিজভী  

গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের স্বেচ্ছাচারী মানসিকতা' ।। বিএনপি নেতা রিজভী   

নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা চরমভাবে হ্রাস পেয়েছে। তার ওপর গ্যাসের দাম প্রস্তাব অনুযায়ী বৃদ্ধি পেলে তা জনগণের কাছে মরার ওপর খাঁড়ার ঘা এর মতো অনুভূত হবে। ১ বছরের ব্যবধানে দুবার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে সরকারের স্বেচ্ছাচারী মানসিকতারই প্রতিফলন ঘটছে।'

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সীমাহীন লুটপাটের অর্থনীতি টিকিয়ে রাখতে গিয়ে জনগণের রক্ত চুষে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গ্যাসের দাম বৃদ্ধির এই প্রস্তাব ‘ডোমিনো ইফেক্ট’-এ অর্থনীতির সর্বত্র প্রভাব ফেলবে। দেশের শিল্প ও কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে।

রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, জনদুর্ভোগ বাড়িয়ে জনসমস্যাকে ঢেকে দিতে আকস্মিক নতুন ইস্যু সৃষ্টি করছে সরকার।'এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন