News71.com
 Bangladesh
 23 Jun 16, 01:21 PM
 452           
 0
 23 Jun 16, 01:21 PM

মেহেরপুরের গাংনীতে চার ছিনতাইকারী আটক

মেহেরপুরের গাংনীতে চার ছিনতাইকারী আটক

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার ছিনতাইকারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। এরা হলেন, গাংনী উপজেলার আমতৈল গ্রামের মকবুল ব্যাপারীর ছেলে মহিবুল ইসলাম (৩৮), আব্দুল মজিদের ছেলে আব্বাস আলী (২৪), তার ভাই আব্দুল মোমিন (২২) এবং হেমায়েতপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আব্বাছ আলী (৪২)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাইয়ের ঘটনার পর এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করেন।

ওসি আকরাম হোসেন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভোলাডাঙ্গা ও আমতৈল গ্রামের মাঠে কয়েকজন ছিনতাইকারী গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশের একটি দল।

তিনি আরো জানান, আটক ছিনতাইকারীরা এলাকার শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন