
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের ব্যাগেজ থেকে ২ হাজার ৫শ কার্টন সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে দুবাই থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইট অবতরণ করে।
এর আগ থেকে তথ্য ছিল এ বিমানে স্বর্ণ ও কারেন্সি আসছে। তথ্যমতে শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজ ও এয়ারক্রাপ্টে নজরদারি বৃদ্ধি করে। কিন্তু স্বর্ণ ও কারেন্সি পাওয়া যায়নি। সে উড়োজাহাজে দুবাই থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট আসে। কর্মকর্তারা উড়োজাহাজে নজরদারি বা দিয়ে বিমানবন্দরের ব্যাগেজের বেল্টে অভিযান শুরু করে। স্বর্ণ আর কারেন্সির খোঁজ শুরু করলে সিগারেট চোরাচালানিরা ব্যাগেজ বেল্টে রেখে সটকে পড়ে।
পরে বেল্ট থেকে এয়ার এরাবিয়ায় ফ্লাইটে আসা কয়েকটি ব্যাগেজে আমদানি করা ১ হাজার ৭৪০ মাস্টার কার্টন সিগারেট জব্দ করা হয়। ড. মইনুল খান আরো জানান, ভোর ৫টায় কাতার থেকে কাতার কাতার এয়ার কিউআর২৮৩ ও কুয়েত এয়ার কেইউ২৮৩ অবতরণ করে।
নজরদারির কারণে বেল্ট থেকে দুটি ফ্লাইটে আসা ৭৬০ মাস্টার কার্টন সিগারেট জব্দ করা হয়। তিনটি ফ্লাইটে আটক সিগারেটের পরিমাণ ২ হাজার ৫০০ কার্টন। আটক সিগারেটের মধ্যে রয়েছে, মন্ড, ডানহিল, বেনসন, ইজি ব্র্যান্ড। আটক সিগারেটের মূল্য প্রায় ৫ কোটি টাকা। কাউকে আটক করা না গেলে কার্টনের গায়ে ট্যাগ অনুযায়ী আমদানিকারক সম্পর্কে উড়োজাহাজ থেকে তথ্য সংগ্রহ করা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।