
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত আলী কদর ও রোজিনা আক্তার তমা নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের মাছুদ রানার স্ত্রী রোজিনা আক্তার তমা (২৮) ও ঝিনাইদহে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে মনোয়ার হোসেনের ছেলে আলী কদর (৩০)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বুধবার রাতে ঝিনাইদহ থেকে আলমসাধুতে করে যাচ্ছিলেন আলী কদর। পথে আমেরচারা নামক স্থানে আলমসাধুটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আলী কদরের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে গোয়ালনন্দ ঘাটে তার মৃত্যু হয়।
অপরদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রোজিনা রাস্তা পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।