
নিউজ ডেস্কঃ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৮ লাখ ৭৬ হাজার ১৩টি অডিট আপত্তি রয়েছে। যার অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ।
আজ সকালে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এর আগে সকাল ১০টা ৫২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতেই অনির্ধারিত আলোচনায় আওয়ামি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা করছেন সরকার দলীয় এমপিরা ।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৬৮ হাজার ১৯৪টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি টাকা। একইভাবে অর্থ বিভাগে ৬ হাজার ৩৪৪টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ ১৯ হাজার ৯৫৬ কোটি টাকা ।
তাছাড়া অডিট আপত্তির মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগে। এ মন্ত্রণালয়ে ১ লাখ ৮২ হাজার ৮৬০টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ দাঁড়ায় ৪৫ হাজার ২৯২ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা। এরপরেই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে ২৩ হাজার ৪৩টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ ২ হাজার কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ৮ হাজার ১৬০টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ ৯৯ হাজার ৬১৪ কোটি টাকা ।
সড়ক বিভাগের ১৫ হাজার ১৪৮টি অডিট অনিষ্পন্ন। যার অর্থের পরিমাণ ১৮ হাজার ৬১০ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ে ২১ হাজার ৬৮০টি অডিটের বিপরীতে অর্থের পরিমাণ রয়েছে ৩৩ হাজার ৮৭০ কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৪২ হাজার ৬৮টি অডিট অনিষ্পন্ন রয়েছে। এর অর্থের পরিমাণ ১৪ হাজার ২০৯ কোটি টাকার বেশি।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৫৪ হাজার ৬২১টি অডিট অনিষ্পন্ন রয়েছে। যার অর্থের পরিমাণ ৩৪ হাজার ৪৩ কোটি টাকা ।