News71.com
 Bangladesh
 23 Jun 16, 12:28 PM
 485           
 0
 23 Jun 16, 12:28 PM

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কানাবিলের মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে জুয়েল হোসেন (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শহরতলীর কানাবিলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, জুয়েল পার্শ্ববর্তী একটি ফ্যাক্টারিতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় পাবনা থেকে কুষ্টিয়াগামী কাঠ বোঝাই একটি ট্রাক কানাবিলের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পথচারী জুয়েল ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত জুয়েল মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন