
নিউজ ডেস্ক: সীমান্তে টহল জোরদার ও সহজতর করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে ৭টি সীমান্ত ফাঁড়ি নির্মাণ করছে। ইসলামপুর, মাধবপুর, আদমপুর ও শমশেরনগর ইউনিয়নের ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকায় এই ৭টি সীমান্ত ফাঁড়ি স্থাপন করা হবে।
বিজিবির একটি ফাঁড়ির বিপরীতে বিএসএফের কমপক্ষে ৩টি করে ফাঁড়ি রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সহজভাবে পাহারা জোরদার করার জন্যই কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল, চাম্পা পাড়া, তৈলং পাড়া, বাঘাছড়া, আদমপুর ইউনিয়নের কেলাঞ্জি পুরান পুঞ্জি, মাধবপুরের মত্রেবল (ধলই) ও শমশেরনগরের বাঘিছড়ায় এসব সীমান্ত ফাঁড়ি স্থাপন করার উদ্যোগ গ্রহন করা হবে। নতুন ৭টি সীমান্ত ফাঁড়ির মধ্যে বনবিভাগের সম্পত্তিতে ৪টি ও চা বাগানের সম্পতিতে ৩টি সীমান্ত ফাঁড়ি নির্মিত হবে।
বিজিবি সূত্র বলেন, সীমান্তবর্তী এলাকায় অব্যাহত নজরদারীর পাশাপাশি দুর্গম ও অরক্ষিত এলাকায় নজরদারী ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সারাদেশে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বিওপি (ফাঁড়ি) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।