News71.com
 Bangladesh
 23 Jun 16, 12:26 PM
 492           
 0
 23 Jun 16, 12:26 PM

৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশি নাগরিক গ্রেপ্তার ।।

৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশি নাগরিক গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৬টি সোনার বারসহ মিয়ানমারের ২ নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে তাদের আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আরাফাত ও মো. রফিক ।

পরে তাদের টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ২জনকে আদালতে পাঠানো হবে। বিজিবি বলছে, জব্দ করা ৬টি সোনার বারের ওজন প্রায় ১ কেজি ।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ ২টি দল দমদমিয়া তল্লাশিচৌকি এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ২ যাত্রী আরাফাত ও রফিককে আটক করা হয়। তাদের কাছে ৬টি সোনার বার পাওয়া যায়। তারা মিয়ানমারের নাগরিক ।

বিজিবি জানায়, আটক ২জনকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আরাফাত ও রফিককে গ্রেপ্তার দেখানো হয়। তাদের আজ আদালতে পাঠানো হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন