
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) । গতকাল দিবাগত রাতে সমরউদ্দীন ও মো. ইসমাইল নামে এই ২ যাত্রীর কাছ থেকে এসব মুদ্রা জব্দ করা হয় বলে জানান এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার। এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, এই ২জনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালামপুর যাওয়ার কথা ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে প্রবেশের পরপরই তাদের তল্লাশি করা হয় ।
পরে তাদের কাছে থাকা ৬ জোড়া জুতার সোলের (তলা) ভেতর থেকে ৬ লাখ ৫১ হাজার সৌদি রিয়াল ও কাতারের দিনার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে জানান তানজিনা আক্তার ।