
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সীমা কিছুটা পরিবর্তন এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫শে জুন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে ।
ওই দিন ৪ই জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিলো। তাই ২৫শে জুন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার কারণে ৪ই জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ২৬শে জুন। আর ৫ই জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭শে জুন ।
২৫শে জুন সকাল সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নতুন ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে ওই দিন ট্রেনের আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। রেলমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরণো সিদ্ধান্ত অনুযায়ী ৪ই জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিলো ২৫শে জুন ।
প্রধানমন্ত্রী নতুন ট্রেন উদ্বোধন করার কারণে ওই দিন টিকিট বিক্রি বন্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ই জুলাইয়ের আগাম টিকিট বিক্রি হবে ২৬শে জুন। আর ৫ই জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭শে জুন। এর আগে ২২শে জুন থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের কাছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ৬ই জুলাই ঈদ হবে ধরে নিয়ে ট্রেনের টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে ।