
নিউজ ডেস্ক: রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, খুলনা-মোংলা রেললাইন প্রকল্প ও খুলনায় প্রস্তাবিত অর্থনৈতিক জোন পরিদর্শনে এসেছে ভারতের ৩ টি প্রতিনিধি দল। আজ সকাল ৯টায় প্রতিনিধি দলের সদস্যরা খুলনা নগরীর মাথাভাঙ্গায় খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের নির্মাণাধীন রেলসেতুর কার্যক্রম পরিদর্শন করেন। তার আগে গতকাল বুধবার প্রতিনিধি দলের সদস্যরা খুলনায় পৌঁছেন।
প্রতিনিধি দলে রয়েছেন ভারতের এক্সটারনাল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অজিত ভেনায়েক গুপ্ত, উপ-সচিব প্রেম কে নীর, আন্ডার সেক্রেটারি ভিপুল কুমার মিশরী এবং ভারতের এক্সিম ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ (কনসালটেন্ট)।
প্রতিনিধি দল খুলনা-মোংলা রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে খুলনার দক্ষিণ প্রান্তে বটিয়াঘাটা উপজেলার জলমায় প্রস্তাবিত অর্থনৈতিক জোন পরিদর্শন করবেন। এরপর প্রতিনিধি দলটি বেলা ১১টার দিকে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন।