
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর রাতে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সুমন শিকদার আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সুমন ভোর রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাসার বাহিরে বের হলে অজ্ঞাত পরিচয় ২ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সুমনের ডাক-চিৎকারে বাসার অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়।
সুমন শিকদার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এছাড়া এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।