
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বসবাসরত স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, উভচর, স্বাদু পানির মাছ, চিংড়ি ও প্রজাপতির ১৬১৯টি প্রজাতির মধ্যে ৩৯০টিই কোনো না কোনোভাবে হুমকির মুখে আছে। এর মধ্যে সংকটাপন্ন বিলোপের হুমকিতে রয়েছে ৩০৯ প্রজাতি। সে হিসাবে বাংলাদেশে প্রাণীদের মধ্যে ১৯ শতাংশই বিলুপ্তির হুমকিতে রয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার আনুষ্ঠানিভাবে প্রাণিকুলের হালনাগাদ প্রজাতির লাল তালিকা-২০১৫ প্রকাশ করে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ-বিষয়ক সংস্থা আইইউসিএন-বাংলাদেশ। সেখানে এ শঙ্কার কথা উঠে এসেছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের তত্ত্বাবধানে আইইউসিএনের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ। যেসব প্রজাতির তথ্য পর্যালোচনা করা হয়েছে তার মধ্যে আছে, ১৩৮ প্রজাতির স্তন্যপায়ী, ৫৬৬ প্রজাতির পাখি, ১৬৭ প্রজাতির সরীসৃপ, ৪৯ প্রজাতির উভচর, ২৫৩ প্রজাতির মাছ, ১৪১ প্রজাতির চিংড়ি প্রজাতি ও ৩০৫ প্রজাতির প্রজাপতি।
এর মধ্যে অতি বিপন্ন অবস্থায় রয়েছে ৫৬টি প্রজাতি, বিপন্ন ১৮১ প্রজাতি এবং সংকটাপন্ন অবস্থায় আছে ১৫৩টি প্রজাতি। সাত ক্যাটাগরির ৩১ প্রজাতি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া সংকটাপন্ন ৩০৯ প্রজাতি বিলোপের হুমকিতে রয়েছে। হুমকির মুখে আছে ৯০টি। ৮০২টি প্রজাতি ঝুঁকিতে নেই বলে জানান সচিব কামাল উদ্দিন।