
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় ঋণের টাকা শোধ দিতে না পারায় পাওনাদারের হাতে নির্যাতনের ভয়ে কমলা খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত কমলা খাতুন ফরজ আলীর স্ত্রী।
কিছুদিন আগে প্রতিবেশী আঙ্গুরা খাতুনের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ঋণ নেন কমলা খাতুন। এ ঋণের টাকা শোধের মেয়াদপূর্ণ হতে না হতেই টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন পাওনাদার আঙ্গুরা। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় কমলাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান আঙ্গুরা।
নিহতের স্বামী ফরজ আলীর অভিযোগ, কমলাকে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন আঙ্গুরা। এই জন্যই তার স্ত্রী বাড়ি ফিরে ঘরের চালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কমলা খাতুন এর স্বামী ফরজ আলী। আজ কমলা খাতুন এর মরদেহের ময়নাতদন্ত করা হবে।