
নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকা থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৌফিক হাসান পাপুল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। তৌফিক হাসান পাপুল পলাশপাড়া এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে ভোরে পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাপুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাপুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।