News71.com
 Bangladesh
 23 Jun 16, 01:31 AM
 461           
 0
 23 Jun 16, 01:31 AM

দিনাজপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক ভরাট

দিনাজপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক ভরাট

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জ শহরের মহিলা কলেজের মোড়ে মূল সড়কে খানাখন্দ ও কাদাপানির কারণে প্রায় এক মাস চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বুধবার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ওই সড়কে কাদাপানি কমাতে বালু ও খোয়া দিয়ে খানাখন্দ ভরাটে কাজ করেন।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ বলেন, নবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মহিলা কলেজ মোড়। দীর্ঘদিন থেকে সেখানে সড়কের ওপরে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে একদিকে পথচারী ও যানবাহন চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হতো। তাই বাধ্য হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরাই সেটি সংস্কার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বলেন, ছাত্রলীগ ভবিষ্যতে তাদের এ ধরনের চিন্তাধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন