
নিউজ ডেস্কঃ পর্যটকদের জন্য সুখবর। কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা-ঢাকা লাক্সারি ক্রুজ সার্ভিস। বিশেষ এই পরিষেবা চালু করার লক্ষ্যে চুক্তি সম্পাদনের পথে বাংলাদেশ ও ভারত সরকার
সূত্রে মতে খবর, এই বিষয়ে চূড়ান্ত আলোচনা চলেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ থেকেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, বাংলাদেশের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ জলপথ পরিবহণ কর্পোরেশন বিষয়টি দেখাশোনা করবে এবং ভারতের তরফে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ নিগম।
উল্লেখ্য,কলকাতা থেকে ঢাকা আসতে এই মুহূর্তে পর্যটকরা বাস, রেল বা বিমানে যাতায়াত করে থাকেন। দুই দেশের মধ্যে কয়লা ও ফ্লাই অ্যাশ নিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল করে। জানা গেছে, জলপথে ৯০০ কিমি পাড়ি দিয়ে কলকাতা থেকে ঢাকা আসতে সময় লাগবে ১৪ দিন।
পরিকল্পনা অনুযায়ী, পর্যটকদের প্রথমে নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের কাজ দেখাতে নিয়ে আসা হবে। পথে যেতে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, চন্দন নগর, ব্যান্ডেলের মতো দ্রষ্টব্যস্থান। শান্তিপুর থেকে মুখ ঘুরিয়ে পর্যটন জাহাজ সুন্দরবনের ভারতীয় অংশের উদ্দেশে যাত্রা করবে। এরপর হেমনগরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন পর্যটকরা। সেখান থেকে জাহাজ আসবে বাংলাদেশি সুন্দরবনের মংলায়। পর্যটকদের নিয়ে আসা হবে সোনারগাঁও ও চাঁদপুরের প্রাচীন মত্স্যবন্দর আটঘর খুরিয়ানায়। এখানে মিলবে সেরা মানের পদ্মার ইলিশ।