
নিউজ ডেস্ক: রাজধানীর বনানী থেকে ৭টি ককটেলসহ তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল পৌনে ৫টার দিকে বনানী ২০ নং ওয়ার্ডের কমিশনারের কার্যালয়ের গলি থেকে এদের আটক করা হয়।
আটক পাঁচ ছাত্রদল নেতা হলেন- কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
বিষয়টি জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।
তিনি আর বলেন, আটক পাঁচ ছাত্রদল নেতার কাছ থেকে সাতটি ককটেল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।