News71.com
 Bangladesh
 22 Jun 16, 10:05 PM
 454           
 0
 22 Jun 16, 10:05 PM

ফেনীর চাঞ্চল্যকর একরাম হত্যা মামলায় তিন জনের সাক্ষগ্রহণ...

ফেনীর চাঞ্চল্যকর একরাম হত্যা মামলায় তিন জনের সাক্ষগ্রহণ...

নিউজ ডেস্ক: ফেনীর চাঞ্চল্যকর একরাম হত্যা মামলায় জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন সামুসহ তিনজন আদালতে স্বাক্ষী দিয়েছেন। আজ বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফিউল্যাহর আদালতে তারা স্বাক্ষী দেন। ইউপি চেয়ারম্যান ছাড়া বাকী স্বাক্ষীরা হলেন- একরামের ব্যাক্তিগত কর্মচারি ও ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের সিন্দুরপুরের মৃত জালাল আহমদের ছেলে আবু সাইদ শিমুল এবং সোনাগাজীর চর সোনাপুরের মৃত অলিউল্যাহর ছেলে আবু ইউছুপ।


আদালত সূত্রের বরাত দিয়ে সরকারী কৌসূলী (পিপি) হাফেজ আহাম্মদ জানান, স্বাক্ষীদের মধ্যে সামু চেয়ারম্যান সেদিন একরামের সাথে একই গাড়িতে ছিলেন এবং ওই ঘটনায় তিনিও আহত হন। বাকিরা পেছনের একটি গাড়িতে ছিলেন।


স্বাক্ষ্য প্রদানকালে স্বাক্ষীরা ২০১৪ সালের ২০ মে’র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সন্ত্রাসীরা প্রথমে ইট নিক্ষেপ করে, তারপর গুলি করে ও পরে কুপিয়ে এবং আগুন দিয়ে একরাম চেয়ারম্যানকে হত্যা করে। তবে তারা কোন আসামিকে শনাক্ত করতে পারেনি। আদালত আগামী ১৩ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।


তিনি আরো জানান, এদিন স্বাক্ষীদের জেরা করেন আসামিদের আইনজীবি শরফুদ্দিন মানিক, মেজবাহউদ্দিন খাঁন, শাহাবুদ্দিন, কামরুল হাসান, আহসান কবির বেঙ্গল ও ঢাকা থেকে আগত মিনার চৌধুরির আইনজীবি আব্দুল মান্নান।


আদালত সূত্রে জানা যায়, স্বাক্ষ্য গ্রহণকালে ফেনী কারাগারের ৩৪ জন, কুমিল্লা কারাগারের ৬ জন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের মিনার চৌধুরিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা চার আসামিও এদিন আদালতে হাজির ছিলেন।


প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমী এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫৬ আসামির মধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন