News71.com
 Bangladesh
 22 Jun 16, 09:47 PM
 476           
 0
 22 Jun 16, 09:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন দুই অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন দুই অধ্যাপক

ঢাবি সংবাদদাতা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আখতারুজ্জামান ও অধ্যাপক ড. নাসরীন আহমাদ। আগামী চার বছরের জন্য তারা এ পদে নিয়োগ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ দুটি গত ৯ জুন শূন্য হয়।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই নিয়োগ দেন।

উল্লেখ্য এ পদে ২০১২ সালের ৫ জুন নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন নাসরীন আহমাদ ও জীব বিজ্ঞান অনুষদের ডিন সহিদ আকতার হুসাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন