News71.com
 Bangladesh
 22 Jun 16, 09:40 PM
 457           
 0
 22 Jun 16, 09:40 PM

উপকূলীয় সুরক্ষায় নতুন প্রকল্প'

উপকূলীয় সুরক্ষায় নতুন প্রকল্প'

 

নিউজ ডেস্ক: পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, 'উপকূলীয় এলাকার সুরক্ষার জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।' আজ বুধবার 'জলবায়ু পরিবর্তনের প্রভাব, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও উপকুলের সুরক্ষা' বিষয়ে পানি সম্পদ মন্ত্রী হোস্টেলে আইপিডি সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গোলটেবিল বৈঠকে বক্তারা উপকূলীয় এলাকায় বেড়ী বাঁধ তৈরি, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা, নদীর গতিপথ ফিরিয়ে আনা, চ্যানেলগুলো খনন এবং সব স্লুইস গেট সঠিকভাবে রক্ষণাবেক্ষণের সুপারিশ করেন তিনি।

বৈঠকে কোস্ট ট্রাস্টের সুপারিশকৃত এলাকায় বেড়ী বাঁধগুলো করা এবং ৬০ দশকে নির্মিত বেড়ী বাধগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, জলবায়ু ট্রাস্টের টাকা সঠিক ভাবে ব্যয় করা, পার্লামেন্ট ককাস টিম গঠন, উপকূলীয় বোর্ড গঠন, উপকূলকে নিয়ে পৃথক বাজেট প্রণয়নসহ পানি সম্পদ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেন তারা।

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডঃ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, তালুকদার মোঃ ইউনুস, তালুকদার আব্দুল খালেক, এ, কে, শাহজাহান কামাল, জলবায়ু বিশেষজ্ঞ সেন্টার ফর পলিসি রিসার্চ-এর চেয়ারম্যান ড: আতিক রহমান, কোস্ট ট্রাস্টের সিও রেজাউল করিম চৌধুরী প্রমুখ বৈঠকে বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন