News71.com
 Bangladesh
 22 Jun 16, 09:17 PM
 421           
 0
 22 Jun 16, 09:17 PM

ঝালকাঠী পৌরসভায় ১৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

ঝালকাঠী পৌরসভায় ১৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

নিউজ ডেস্কঃ ঝালকাঠী পৌরসভায় নতুন কোন করারোপ না করেই ১৯৫,০৩,০২,৭৫৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাজেট ঘোষণা করেন ।

২০১৬-১৭ অর্থ বছরে সর্বমোট আয় দেখানো হয়েছে ১৯৫,০৩,০২,৭৫৪.৬৫ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১৯৪,৬৭,৫০,৪০০ টাকা। সমাপনি উদ্ধৃত্ত ৩৫,৫২,৩৫৪.৬৫ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৯৯,২২,৭৫৪.৬৫ টাকা। পৌর মেয়র বলেন, পৌরবাসীসহ বিভিন্ন সরকারী-আধাসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানের নিকট পৌরকর, পানির বিল ও ট্রেড লাইসেন্স ফিস পাওনা আছে। উক্ত পাওনা পরিশোধের জন্য তিনি পৌরবাসীকে অনুরোধ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী চেম্বারের সভাপতি মো: মাহাবুব হোসেন, পিপি আ: মান্নান রসুল, জিপি এ্যাড. তপন কুমার, জেলা আওয়ামিলীগের কোষাধ্যক্ষ মো: মনিরুল ইসলাম তালুকদার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরকর্মকর্তা-কর্মাচারী, সাংবাদিক ও সূধিজন ।

বাজেটে আগামী ২০১৬-১৭ অর্থ বছরের কর্মপরিকল্পনা এবং আয় ও ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। মেয়র বাজেট পেশ অনুস্ঠানে ঝালকাঠীর বেদখলকৃত খালসমূহ যেকোন মূল্যে উদ্ধার করার জোর প্রতিশ্রুতি প্রদান করে সকলের সহযোগীতা কামনা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন