
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক জয়রাম মন্ডল (২১) কে পুলিশ গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বংশ্বীপুর বাসস্টান্ড থেকে পাচ পুরিয়া ইয়াবা সহ আটক করেছে। সে উপজেলার গোপালপুর গ্রামের চাল ব্যবসায়ী তপন কুমার মন্ডল ( মদন) এর পুত্র।
শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বংশ্বীপুর বাসস্টান্ড এলাকা থেকে জয় কে আটক করে। শ্যামনগর থানার দ্বায়িত্বরত এস আই শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বংশ্বীপুর থেকে ভেটখালী বাজারের দিকে যাওয়ার সময় তাকে পাচ পুরিয়া সহ ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক জয়কে আটক করা হয়।
এসময় অপর সাংগঠিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু পালিয়ে যায়। তিনি আরো বলেন,এঘটনায় শ্যামনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।